Open University SSC Admission | উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি কি প্রয়োজন ?

Rate this post

**বাউবি পরিচালিত এস.এস.সি প্রোগ্রামে  ভর্তি তথ্য**

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনলাইনে মাধ্যমে ভর্তি আবেদন শুরু হয়েছে।

প্রয়োজনীয় নির্দেশিকাঃ
* অনলাইনে ভর্তির জন্য https://osapsnew.bou.ac.bd এ প্রদত্ত তথ্য পূরণ করা শেষে SMS এর মাধ্যমে Temporary User ID ও Password পাওয়া যাবে।

* এরপর Payment Option এ মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত ফি ও চার্জ/কমিশন বিকাশ/ডিবিবিএল/শিওরক্যাশ এর মাধ্যমে প্রদান করতে হবে।

* ট্রানজেকশন আইডি ও মোবাইল নম্বর নির্দিষ্ট অপশনে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও Email এ “Payment successful” Message পাওয়ার মাধ্যমে Online আবেদন সম্পন্ন হবে।

* Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোন রকম সমস্যা হলে তাৎক্ষনিকভাবে OSAPS এর Helpline নম্বরে অবহিত করতে হবে।

* Temporary User ID ও Password ব্যবহার করে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে। এইবার যারা এসএসসি পাশ করেছেন তারা অনলাইন মার্কশিট দিয়ে ভর্তি আবেদন করতে পারবেন।

* ভবিষ্যৎ প্রয়োজনে User ID, Password, Mobile Number, Transaction ID ও Payment Date সংরক্ষণ করতে হবে।

ভর্তি ফি ও অন্যান্যঃ
সর্বমোট ভর্তি ফি (নূন্যতম) ৪৭২১ টাকা
[ ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ও পরীক্ষা দি ৬৭০ টাকা এবং ব্যবহারিক কোর্স প্রতি অতিরিক্ত ১৩১ টাকা জমা দিতে হবে।]
১। ভর্তির যোগ্যতাঃ

ক ) অষ্টম শ্রেণী সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র ও অন্যান্যঃ
ক ) ১ কপি পাসপোর্ট সাইজ এর ছবি হার্ড ও স্ক্যান করা সফট কপি (৩০০X৩০০ পিক্সেল)।
খ ) স্বাক্ষর এর স্ক্যান করা সফট কপি (৩০০X১০০ পিক্সেল)।
গ ) এসএসসি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ এর কপি।
ঘ ) জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্রের কপি।

৩। ভর্তির জন্য প্রয়োজনীয় ফিঃ
ক ) মানবিক বিভাগ এর জন্য ঐচ্ছিক কোর্স সহ ৫২৩৬/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ এবং ঐচ্ছিক কোর্স ছাড়া ৪৫২৩/=টাঃ+নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

খ ) ব্যবসায় শিক্ষা বিভাগ এর জন্য
ঐচ্ছিক কোর্স সহ (প্র্যাক্টিক্যাল ফি ছাড়া) ৫১১১/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ
ঐচ্ছিক কোর্স সহ (প্র্যাক্টিক্যাল ফি সহ) ৫২৩৬/=টাঃ+নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।
ঐচ্ছিক কোর্স ছাড়া ৪৫২৩/=টাঃ+নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।
গ ) বিজ্ঞান বিভাগ এর জন্য ঐচ্ছিক কোর্স সহ ৫৬১১/= টাঃ + নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ এবং ঐচ্ছিক কোর্স ছাড়া ৪৮৯৮/=টাঃ+নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

৪। ফি জমাদানের মাধ্যম সমুহঃ বিকাশ(চার্জ ১.৫%), শিউরক্যাশ (চার্জ ১%) এবং ডি বি বি এল (চার্জ ১৫টাঃ)।

৫। ভবিষ্যৎ প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষার্থী আইডি, পাসওয়ার্ড, ট্রানজেকশন আইডি, বিকাশ নম্বর, ডিবিবিএল নম্বর এবং তারিখ সংরক্ষণ করবেন।
আবেদন ও ভর্তি তারিখঃ

Leave a Comment