ঘরে বসেই সকল চাকুরীর আবেদন করুন মাত্র ত্রিশ টাকায়

Rate this page

আগে আবেদনপত্র বুঝে নিন, যাচাই করুন, তারপর আমাদের ৩০ টাকা ফি প্রদান করুন। 

হ্যা বন্ধুরা আপনি ঘরে বসেই আপনার প্রয়োজনীয় সকল চাকুরীর আবেদন করতে পারবেন। আবেদন ফি মাত্র ৩০ টাকা। আমাদের মাধ্যমে আপনি আবেদন করতে চাইলে নিম্নে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে।

Govt Jobs Apply

নিম্নে উল্লেখিত তথ্যগুলো আমাদেরকে শুধু প্রথমবার দিতে হবে, আমরা তথ্যগুলো সংরক্ষণ করে রাখবো, আপনাকে কষ্ট করে বার বার তথ্য প্রদান করতে হবে না। 

  1. নিজের নাম
  2. বাবার নাম
  3. মায়ের নাম
  4. জন্ম তারিখ
  5. ধর্ম
  6. কোটা (যদি থাকে)
  7. লিঙ্গ
  8. বিয়ে করেছেন কি না (করে থাকলে, স্বামী/ স্ত্রীর নাম)
  9. স্থায়ী ঠিকানা
  10. বর্তমান ঠিকানা
  11. মোবাইল নম্বর
  12. ইমেইল আইডি
  13. শিক্ষাগত যোগ্যতা সনদের সকল তথ্য (রোল নং, রেজাল্ট, গ্রুপ, পাশের সন, বোর্ডের নাম)
  14. জাতীয় পরিচয় পত্র নম্বর/ জন্ম নিবন্ধন নম্বর।
  15. পাসপোর্ট সাইজের ছবি (মোবাইলে ছবি তুলে পাঠাইলেই হবে, আমরা প্রয়োজনীয় কাজ করে নিব)
  16. স্বাক্ষর (সাদা কাগজে স্বাক্ষর করে, মোবাইলে ছবি তুলে পাঠাতে হবে)

আপনি আপনার কাগজপত্রের ছবি তুলে আমাদেরকে Facebook এ অথবা ইমেইল করে দিতে পারবেন। আমরা নির্ভুলভাবে আপনার আবেদন পত্র পূরণ করে দিব।

আমরা আপনার থেকে তথ্যগুলো নিয়ে তারপর আবেদন করবো, আবেদন সম্পূর্ণ হওয়ার পর, আপনার নিকট আমরা পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, (আপনি যেকোন দোকান থেকে 5/10 টাকা দিয়ে প্রিন্ট করে নিবেন। আপনি আবেদনপত্র যাচাই করার পর যদি কোন প্রকার ভুলত্রুটি পান তাহলে, আমরা পুনরায় তা সংশোধন করে নতুন আবেদন করে দিব। (আমরা আশাবাদী আপনার আবেদনে কোন প্রকার ভুল ত্রুটি হবে না, আল্লাহ ভরসা)।

সরকারী আবেদন ফিঃ আপনি আপনার আবেদন ফি নিজেই পরিশোধ করতে পারবেন। আর যদি আমাদের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হয় তাহলে, নির্ধারিত ফি এর সাথে বাড়তি 10 টাকা পরিশোধ করতে হবে।

আবেদন করতে চাইলে, কমেন্ট বক্সে যোগাযোগ করুন

Contact Us